ও ছিল সাদা চিঠি
পৃষ্ঠায় পৃষ্ঠায় শীত ভোর
অক্ষরে অক্ষরে আলোর অনুবাদ
স্থির নদী টেবিল ছুঁয়ে
গীতবিতান
হারমোনিয়াম আঙ্গুলে আঙ্গুলে
সুরে হিমেল উল্লাস
প্রতিদিন খুব সকালে খুলে দেয়
প্রসিদ্ধ জানাল
পাখিদের আকাশ হয়ে ওঠে
ও ছিল সাদা চিঠি
পৃষ্ঠায় পৃষ্ঠায় শীত ভোর
অক্ষরে অক্ষরে আলোর অনুবাদ
স্থির নদী টেবিল ছুঁয়ে
গীতবিতান
হারমোনিয়াম আঙ্গুলে আঙ্গুলে
সুরে হিমেল উল্লাস
প্রতিদিন খুব সকালে খুলে দেয়
প্রসিদ্ধ জানাল
পাখিদের আকাশ হয়ে ওঠে