একষট্টির মে মাসে ঊনিশ হয়ে আছে স্মরণীয়,
এগারো শহীদ আপামর প্রাণে আজো তারা বরণীয়।
‘নয় অসমীয়া’ বাঙলা ভাষার স্বীকৃতি পেতে তারা ,
বুকের রক্ত-রজ্জু-বাঁধনে হয়েছিল দিশাহারা ।
বাংলা কী শুধু মুখের ভাষাই ! বুকের গভীরে রয়,
বুঝিয়েছে ভাষা বর্ণমালার অক্ষরে গাঁথা নয়।
কমলা, সুনীল, তরণী, কানাই,চণ্ডীচরণ আর,
কুমুদ ,হিতেশ,সত্যেন পেল পুলিশের উপহার।
শচীন্দ্র আর বীরেন্দ্র সহ ,সুকোমলও ছিল সাথে
এদের স্মরণে আপামর জনে শ্রদ্ধায় মালা গাঁথে।
তাদের স্মরণে সবার মননে বরাক উপত্যকা
বাঙলা ভাষার শহীদ বিতান ফুলে ফুলে আজ ঢাকা।
এগারো শহীদ স্মৃতির সৌধ কখনো কী যাবো ভুলে!
প্রাণের নিদানে ভাষা-গৌরব যাদের মর্মমূলে।