পাইনি বলেই রথে পদাঙ্ক
পেলে পদাতিক হতে ,
বিরাম বিজনে যে সুর অজেয়
পরাজিত নহবতে !
চারু দূরত্বে পরমা প্রতিমা
জলকলে খড় -মাটি ,
শোভন শোধনে অলকানন্দা
শিকড়ে শীতলপাটি ।
প্রিয় আনন্দ পারিজাত-সুখে
রিমঝিম হৃদে বাজে ,
ঘেঁষাঘেঁষি খামে পঞ্জর ঘামে
চেনা তমসুক সাজে !
ফাঁকি নয় , স্বাদু ঠোঁট চুম্বনে
ফাঁকটুকু দরকারি ,
উৎসের পুঁজি বৃষ্টি উলুতে
মোহনায় সরকারী ।