Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উত্তম পুরুষ || Rana Chatterjee

উত্তম পুরুষ || Rana Chatterjee

সকাল থেকে আছড়ে পড়ছে ইনবক্সে শুভেচ্ছা বার্তা হ্যাপি মেনস ডে। শুধু ভাবছি পুরুষ তুমি,আমি কতখানি বলিষ্ঠ ঋজু হয়ে দায়িত্ব পালন করছি সমাজ পরিশুদ্ধ রাখতে..!! আদৌ কি রক্ষা করতে পারছি এই সমাজ সংসার,না যতকিছু ঘটে যাওয়া অপরাধের পাহাড় তার পেছনে কোনো না কোনো ভাবে মস্তিষ্ক পুরুষের!

আজকাল সুস্থ সচেতন পুরুষ হয়ে টিকে থাকা একটা নিজেদের কাছেই চ্যালেঞ্জ। যিনি বাড়িতে  স্নেহ বৎসল পিতা,দায়িত্ব শীল দাদা, অপ্রত্যাশিত ঘটনায় প্রায়শই তারা সংবাদ শিরোনামে,জঘণ্যতম অপরাধের নাগ পাশে!

আড্ডা ঠেক,অসৎ সঙ্গে জিভ লক লক করা কাপুরুষের ভিড়ে  দায়িত্ববান  পুরুষের স্নেহশীল রূপ মিশে যেতে দেখে আফসোস হয়, ভয় লাগে এ যেন অকস্মাৎ অঘটন ঘটার সলতে!

অফিসের মার্জিত বস রাত বাড়লেই অচেনা বান্ধবীদের ইনবক্সে ভিডিও কলে জ্বালাতন, প্রমোশনের লোভ ছড়িয়ে কব্জা করার ঘৃণ্য মানসিকতা ঘোরে ফেরে অলক্ষ্যে অফিস চার দেওয়ালে।

নিজেকে কবি শ্রেষ্ঠ তকমা দেওয়া কবিটি নিজের পিঠ চাপড়ে অন্যদের বড়ো প্রকাশনীতে লেখা ছাপিয়ে দেওয়ার  মিথ্যা  গাজর টোপ ঝুলিয়ে  টিপস হিসাবে শরীর দেখতে, দেখাতে মগ্ন।

বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হওয়া অগ্নিসাক্ষী  সহধর্মিনি কত স্বপ্ন নিয়ে নতুন পরিবেশে যার ভরসায় এলো,সব জেনেও কাউকে বলতে না পারার যন্ত্রনায় ,তবু অপেক্ষা করে দিন মাস বছর এই বুঝি লম্পট পতিদেবের সুমতি ফিরবে!

স্কুলে নীতি শেখানো শিক্ষক মহাশয়টি যাতায়াতের পথে সারাক্ষণ বাসে কনুই বাড়িয়ে পাশের যুবতী যাত্রী টিকে স্পর্শ করার চেষ্টায় রত।

শিক্ষা নাকি মানুষকে উদার ও রুচিশীল করে তবু বিশ্ব বিদ্যালয়ে সুন্দরী ছাত্রীদের কাছে টানার অদৃশ্য খেলায় রত প্রফেসর বৃন্দের স্বরূপ নিয়ে হাসাহাসির মুহূর্ত আজকাল বড্ড স্বাভাবিক!

প্রমাণ অভিযোগে কাঠগড়ায় উঠলে মহান স্যারকে বাঁচাতে চলে আসা পি এইচ ডি ছাত্রটি নিজেও একজন পুরুষ তবু স্যারকে বাঁচানোর তাগিদ,খুশি করার মধ্যে একটু বেশি নম্বর পাওয়ার ইচ্ছা সাঁতার কাটে মনের গহন অলিন্দে।

এসব দেখে খানিক গা সওয়া,তবু প্রতিবাদ করে উল্টে খারাপ হওয়ার মাঝেই বলি সুস্থ থাকুন মনন চেতনায় পুরুষ সমাজ।
নিজেদের জীব শ্রেষ্ঠ ভাবার সাথে একটু যেন পরিবেশ পরিস্থিতি সুস্থ রাখতে পারেন নিজেদের আচরণে সেদিকে অন্তত মনযোগ দিন পুরুষ।কেবল ব্রম্ভা গোপন কম্মটি জানে তা নয় অনেকেই জানে ,স্বরূপ চিনে এড়িয়ে যায় আর মুখ পোড়ে সমগ্র পুরুষ সমাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *