এবং বলতে ভুলেছি এ কবিতা শুরু হয়েছে
বহু আগেই । সদ্য বিধবা ক্রৌঞ্চীর কান্না শুনে ,
বিপত্নীক যুবক অর্ফিয়াসের শোক শুষে , মানুষের
রক্ত পান করে মানুষের নৃত্য দেখে ,
রথের চাকায় ছিন্ন ভিন্ন শরীর ঘুরছে এখনও ।
সন্তানের কাটা মুন্ড পিতার আঁচলে পড়ছে এখনও ।
তিলকে তাল করছে ঈশ্বর প্রেরিত অবধূত ।
আর তালকে তিল করছে কারা ?
সবখানে ঘৃণা চাষ সেরে সংসদে বিষ্ঠা বান
ছোঁড়ে , তারা নয় , যারা চুপ করে আছে ।
এবং আমরা , যাদের কোনো
সমবেত ব্যারিকেডে বৌদ্ধিক সংগঠন নেই ।