ঊনিশ শতকে হয় নবজাগরণ
যে প্রদীপে আলোকিত হয় দশদিক
তিনিই ঈশ্বরচন্দ্র ব্যক্তিত্ব নির্ভিক
সমাজের সংস্কারক জগত তারণ।
দীন দরিদ্রের কাছে পতিত পাবন
বিদ্যার সাগর তিনি হন সর্বাত্রিক
যুগ সন্ধিক্ষণে তাঁর কর্ম অমায়িক
অনাথ অন্ধজনের ছিলেন স্বজন।
বর্ন পরিচয় স্রষ্টা দানশীল অতি
বিধবা বিবাহ চালু করে দৃঢ় মতি।
সরল বলিষ্ঠ বীর চেতনার বেদী
অবহেলিত নারীর হন প্রিয়জন
আধুনিকতা আনেন কুসংস্কার ভেদী
শিক্ষা রীতি সব ক্ষেত্রে জাগায় চেতন।