পবিত্র ঈদ জাগে রে হৃদ
খুশির বার্তা লয়ে,
ত্যাগের শিক্ষা দানে ঈদে
আত্মশুদ্ধির জয়ে।
মানবদেহে বিরাজমান
পশুত্ব ভাব যত,
ঈদের দিনে কোরবানিতে
রাখো কঠিন ব্রত।
রবের দানে ধরার মাঝে
প্রাণটা পেলো সবে,
লোভের বশে মানুষ তাদের
মারছো কেন তবে?
বেঁচে থাকার অধিকার তো
আছে সকল জীবে,
তারচে’নাহয় মনের পশু
কোরবানি টা দিবে!
গরিব দুঃখীর পাশে গিয়ে
খাদ্য ,বস্ত্র দিলে,
ঈদের খুশির সার্থকতা
রবের দোয়ায় মিলে!