ইচ্ছে হলে ফিরতে পারিস খেলার মাঠে
যেখানটাতে সূয্যিমামা যেত পাটে
ফিরতে পারিস রং মাখানো বিকেল বেলায়
খেলতি যেথায় কাটতো সময় অবহেলায় ।
ইচ্ছে হলে ফেরত পাবি শীতের দুপুর
সাঁতার কাটা হইহল্লা শিউলি পুকুর
ফেরত পাবি কুল পাড়তে কাঁটার খোঁচা
কলাগাছের খোল ছাড়ানো ছোট্ট মোচা ।
ইচ্ছে হলে ফেরত পাবি স্কুলের ছুটি
আচার খাওয়া হালকা হাসির লুটোপুটি
ফেরত পাবি বউ মারি আর রঙিন ঘুড়ি
কোঁচড় ভরা তেল মাখানো মশলা মুড়ি ।
ইচ্ছে হলে ফেরত পাবি দুর্গাপূজা
স্কিপিং দড়ি লুকোচুরি চোরকে খোঁজা
ফেরত পাবি জোছনা মাখা সন্ধ্যার শাঁখ
কা কা করা পাতিকাকের ঘ্যান ঘ্যানে ডাক ।
ইচ্ছে হলেও পাবি না রে ছেলেবেলা
ছোট্ট তুই আর ছোট্ট আমি রথের মেলা
পাবি না রে ফিরে সে দিন সময়টাকে
চলছে ঘড়ি টিক টিক তার ঘূর্ণিপাকে ।