আমি যদি হই নদী
হই সাদা কালো বুনোহাঁস
অথবা পদ্মবাগে দুলে দুলে করি
কেলি
মৌমাছি হয়ে একরাশ।
তবে আমি দূরে যাই উড়ে উড়ে চলি তাই
দিগন্ত সীমানার মাঠ,
যেখানে পলাশ রাঙা শিমুলের ফুলে ভরা
লালিমায় লাল পথ ঘাট।
ওই ফুল পাড়াগুলি ঘুরি ফিরি অলিগলি
মধু নিয়ে আসি গিয়ে রোজ,
তোমরা অবাক হয়ে অনুসন্ধান করে
পাবেনা তবুও কোনো খোঁজ।
বুনোহাঁস আর নদী হয়ে দূর অজানায়
হারিয়ে যদি গো আমি যাই
ভূগোলের দেশগুলি ঘুরে নেবো তড়িঘড়ি
তোমরা ভাববে আমি নাই।
কত মজা হবে তবে নিমেষ মধ্যে সবে
দেখা হবে পৃথিবীটাই,
ইচ্ছেটা মন মাঝে জাগ্ৰত হয়ে রাজে
সাধ শুধু মনে একটাই।