মেলতে চাই যে ইচ্ছেডানা
নীল আকাশের মাঝে!
বুকের মাঝে স্বপ্নগুলো
নতুন করে সাজে॥
আকাশজোড়া মেঘের রাশি
মনখারাপের তান,
নামলে পরে অঝোরধারে
প্রাণ করে আনচান॥
নাড়ি ছেঁড়ার বেদনানীল
আকাশডানা
বাঁচার অর্থ যায় যে খুঁজে
ভাবতেমানা!
ছন্দমিলে আকাশনীলে
ব্যথার বাঁশি,
বুকের মাঝে লুকিয়ে কাঁদে
আকাশ আসি॥
আলোর সুরে মাটির বুকে
আকাশ আসে নেমে!
ব্যথার মত যে জন বাজে,
যে জন একা সকল কাজে
আকাশ তাকে টানে!
আকাশ রোদে জীবনবোধে
নাড়িরটান,
বাঁচারগান॥