ইচ্ছেগুলো পাখনা মেলে ওড়ে বুকের মাঝে
হাত বাড়িয়ে ধরতে চায় ভীষণ দামি সে যে।
কামনার রস গায়ে মেখে চাদর চাপা রাখে
হঠাৎ করে মাথাচাড়া সাঁঝের বাতির ফাঁকে।
খুশির ফানুস চুপসে গিয়ে মনমরা সে থাকে
বাঁধন হারা লাগাম ছাড়া মন হারানোর বাঁকে।
কতটুকু তোমার ইচ্ছা পূর্ণতা পায় দেখো
খবর রেখো প্রেমের তাঁবে সযতনে মেখো।
আমার তোমার ভালোবাসার মধুর ইচ্ছে গুলো
রঙিন মোড়ক গায়ে পড়ে মন হবে যে ভুলো।
ভাসাই তাকে নীল আকাশের মেঘের মাঝে কত
আনবে কিনে কপাল ঠুকে চাঁদের স্বপ্ন শত।
তারের বীণায় বাজবে সুরে প্রেমের সংগীত সুখে
স্বপন চোখে ইচ্ছেগুলো হাসি ধরবে মুখে।
আমার তোমার ইচ্ছেগুলো মিশবে একই সনে
বুকের কাঁপন হৃদ কম্পনে ভরে থাকে মনে।
ইচ্ছেগুলো ভীষণ দামি মনের মাঝে ভরে
সুযোগ পেলে বেড়ায় ঘুরে নদীর চড়ে চড়ে ।
চাঁদের জ্যোৎস্না মেখে সজীব কামনাতুর আঁখি
মনের আগল খুলে ফেলে ওড়ে দুটি পাখি।