নরম খাটে আয়েস করে।
ঘুমিয়ে ইঁদুর ছানা।।
রাত দুপুরে অতর্কিতে বিড়ালটা দেয় হানা।
গোঁফ ফুলিয়ে, লেজ দুলিয়ে আসছে চুপি সাড়ে।।
আসছে বিড়াল, ইঁদুর যেনো জানতে নাহি পারে।
আহা্, মজার খাবার আহার হবে।
দুষ্টু বিড়াল মনে ভাবে।।
মনের সুখে চিবিয়ে খাবে, নরম মাথা তার।
অন্যদিকে ঘুমের ফাঁকে বোকা ইঁদুর স্বপ্ন আঁকে।
করবে বিয়ে বিড়ালটাকে,হবে সুখেরই সংসার।।
মজার মজার খাবার পাবে, বিড়াল যখন তাহার হবে।
হাড়ির খাবার গাপুসগুপুস, ঝড়ছে যে লাল টাপুস টুপুস।।
হবে ইঁদুর মহারানী, চলবে হুকুম তার।
যেই না হঠাৎ ভাঙলো রে ঘুম।
বোকা ইঁদুর ভয়েই যে খুন।।
নেই কি তবে আর পালাবার পথ?
দুষ্টু বিড়াল এগিয়ে এসে একটুখানি মুচকি হেসে।
বললো, এবার যে তুই গেছিস ফেঁসে।।
বোকা ইঁদুর তোকে এবার কে বাঁচাবে বল?
বোকা ইঁদুর ফাঁদে পড়ে।
কাঁদে বিড়ালের পায়ে ধরে।।
প্রাণে আমায় মারিস নারে।
আমার যে তুই মনিব হবি।।
আমি ভৃত্য হবো তোর।