ঘষা মাজা যতোই করো
পিতল সোনা হয় কি কভু,
নকল কদাচ হয়না আসল
বুঝেনা তো মানুষ তবু।
শেয়াল যতোই রঙে চুবাক
স্বভাব খানা কোথা যাবে,
সাঁঝ ঘনালে হুক্কা হুয়া
কণ্ঠে যে তার শুনতে পাবে।
কাক কোকিলের রঙটা কালো
স্বভাব কিন্ত ভিন্ন থাকে,
কর্কশ রবে কাককে তাড়ায়
তুষ্ট যবে কোকিল ডাকে।
অল্প জ্ঞানী পুঁটির মতো
ছটফটায় যে অল্প জলে,
আসল জ্ঞানী রোহিত মৎস্য
আড়াল জলের গহিন তলে।
আসল নকল নিয়ে যতোই
দ্বন্দ্ব চলুক ভবের মাঝে,
সূর্যের মত দীপ্তি নিয়ে
আসল সদাই সত্যে রাজে।