চেরাপুঞ্জি মেঘ পাঠালো
বঙ্গে খরা দেখে,
জীমূত যত আসলো ধেয়ে
রইলো আকাশ ঢেকে।
উষ্ণায়নের ফলে যে আজ
খরা প্রবণ ধরা,
ধার করে তাই পাহাড় থেকে
বৃষ্টি আবদার করা।
বৃক্ষছেদন পুকুর ভরাট
করে আবাস গড়া,
প্রকৃতি তাই রুষ্ট হয়ে
নেয় প্রতিশোষ কড়া।
মেঘের পরে মেঘ এসে যে
মুষল ধারে ঝরে,
জলে থৈথৈ বৃষ্টি যে হায়
বানভাসি রূপ ধরে।