আয়রে তোরা আয়
পুজোর বাদ্যি বেজেছে,
ঢ্যাং কুড়াকুড় ঢাকের তালে
জগৎ মেতেছে।
আসছে উমা মর্ত ভূমে
একটি বছর পরে,
মা মেনকার উতল পরান
আসবে মেয়ে ঘরে।
বাজা কাঁসর শঙ্খ বাজা
দে রে উলুধ্বনি,
অসুর নাশন করতে ধরায়
আসছে আগমনী।
আয়রে খোকা আয়রে খুকু
এসো ঢাকি খুড়ো,
তোমার ছেলের কাঁসর সাথে
নাচবে ছেলে বুড়ো।
ও কাকিমা ওগো খুড়ি
এসো শিগগির পথে,
আনন্দ আজ ঘরে ঘরে
খুশি মনোরথে।