বিদ্যেবতী সরস্বতী
বিদ্যে করো দান,
শিক্ষা নিয়ে যেন আমি
বাড়াই দেশের মান।
জ্ঞানের জোগান দাও তুমি মা,
বিদ্যারই ভাঁড়ার
শ্বেত হংস যে বাহন তোমার
শুভ্র বসন আর ।
মাঘের শুক্লা পঞ্চমী তে
তোমার পূজার ক্ষণ,
শুদ্ধ বস্ত্রে অঞ্জলি দিই
ভক্তি ভরা মন।
বিবেক- বুদ্ধি – মনুষ্যত্ব
তোমার কাছে চাই,
পড়াশোনা করে যেন
সুফল টুকু পাই।