মনের ভিতর ঘূর্ণিঝড়, আশা নিয়ে বাঁচি,
কাটবে কি সারা মহীর কালো রাতি!
আবার উঠবে জেগে, আগের মতন অবনী
জ্বলবে তো ধরিত্রীর আলোর বাতি।
ধরায় কিছুদিনের মধ্যে আসছে সুদিন
সেই সুখবরের আশায় আমরা কান পাতি।
মনের ভিতর ঘূর্ণিঝড়, আশা নিয়ে বাঁচি,
কাটবে কি সারা মহীর কালো রাতি!
আবার উঠবে জেগে, আগের মতন অবনী
জ্বলবে তো ধরিত্রীর আলোর বাতি।
ধরায় কিছুদিনের মধ্যে আসছে সুদিন
সেই সুখবরের আশায় আমরা কান পাতি।