একমুঠো ভাগ্য হাতে নিয়ে ফুটপাথে জন্ম নেয় যে নবজাতক,
প্রচন্ড স্পর্ধায় সে হাত বাড়ায় নীলাকাশ ছুঁতে,,,
সে নির্দেশ দিতে চায়—-
” থামো এবার,
সিংহাসনে উঠে বসার অধিকার অর্জন করলেই,
অতন্দ্র বিপ্লব আমাদের সকল হুকুম মেনে চলবে”।
এ যেন এক জল্লাদের তীব্র আস্ফালন,,,
নিদারুণ খিদেয় পুড়ছে গা,
জঠরের শৃংখলা উন্মুক্ত করেই সদ্য মুক্তিপ্রাপ্ত ফুটপাথের নগ্ন ছেলেটি উদ্ধত তর্জনী বাড়িয়ে বোঝাতে চাইছে তার অস্তিত্ব,,,
সে চাইছে রাজত্ব, চাইছে আশার চাঁদ,
যার জোছনায় তার একচিলতে জীবন খুঁজে পাবে বিপ্লবের ছন্দ,
অমানিশার সকল অন্ধকার সরিয়ে সে ফেরাবে পথশিশুদের ভাগ্য,
সুদৃঢ় প্রতিবাদের মশাল জ্বালিয়ে সে যুগান্তরের বুকে পা ফেলে এগিয়ে নিয়ে যাবে প্রজন্মকে
নির্ভীক যোদ্ধা হয়ে।