অস্ত রবির বিদায় বেলায়
করছো কেন ভয়,
আঁধার শেষে আসবে আবার
হবে রবির জয় !
জীবন পথে চলছে শুধু
আলো আঁধারির খেলা,
একই পথের পথিক দুটি
ওদের নিয়েই চলা !
হারাই হারাই করে সদা
বিশ্বাস হারায় যে….
মরার আগেই মৃত্যু-কায়ায়
ঘুমিয়ে পড়ে সে !
ঘরের প্রদীপ নেভার আগে
মনের প্রদীপ জ্বালো,
কোনো কিছুরই শেষ নাই যে
সামনে এগিয়ে চলো ।
জীর্ণ পাতা ঝরবে তবেই
আসবে কিশলয়….
অস্ত রবির হবে উদয়
আঁধার করে জয় ॥