ভালোবেসে ঘর ভাঙতে তোমার জুড়ি মেলা ভার
ভালোবাসায় রঙ মেশালেও থাকে না তো সার।
নিদেনপক্ষে নিষ্প্রাণ প্রাণ বলে অনেক কথা
কথাগুলোয় কান পাতলে জাগছে বুকে ব্যথা।
ব্যথার সাথেই দিনরাত চলুক ঘর সংসার
পিঠের ওপর বিশমনী ভার কেমনে তুলব ঘাড় ?
ঘাড়ের মোচড় কি ভয়ংকর নেইকো তার তুলনা
সামনে যদিও আলোক আছে সেটাই ভুল না।
ভুল ভাঙলে পাহাড়ি ধস যাক না দূরে সরে
গড়গড়িয়ে চললে গাড়ি জাগতে পারি ভোরে।
ভোরবেলাতে পাখির কূজন সারাক মনের জ্বর
সঠিক প্রেমের গুঞ্জরণে ভুলতে পারি আপনপর।
ভালবেসে তাসের ঘরটা কেন উঠবে দুলে ?
বিশ্বাস আর শান্তিতে বাঁচব নদীর কূলে।