বেড়ে বেড়ে বেলা তো আগুন
বাঁকে বাঁকে বন্ধ বিনিময় ,
তুমি চৈত্রে আউশের ঘ্রাণ
তুমি বন্ধু বেলার বিস্ময় !
চারপাশে বনগাঁ লোকাল
কেশে কেশে অহল্যা দ্বীপ ,
রোদে পোড়ে নিরক্ষরেখা
তুমি তাপে শিশির- প্রদীপ ।
বাঁধি ছাড়ি নেশাতুর খাঁচা
ভেসে যায় শ্রীহরি সহায় ,
তুমি বন্ধু বিন্ধ্যে মধুপুর
আলো জ্বালো কুব্জ গুহায় !
শূন্যে শত ট্র্যাপিজের বার
জন্ম ডাকে– আয় আয় আয় ,
তুমি বন্ধু নাড়িতে এঁটেল
মৃত্যু মোড়ে ডানা ঝাপটায় !