দীপাবলি তিথিতে হয়
অমাবস্যা কালো,
শ্যামা মায়ের আবির্ভাবে
জগৎ হয় যে আলো।
চারটি দিবস উৎসব শেষে
উমার কৈলাস গমন,
শ্যামা রূপে আসেন আবার
করতে অসুর দমন।
পুরান মতে, শ্রীরামচন্দ্র
ফিরলে অযোধ্যাতে,
পরম আনন্দে অযোধ্যাবাসী
আলোর রোশনাইয়ে মাতে।
দীপাবলি তিথিতে হয়
অমাবস্যা কালো,
শ্যামা মায়ের আবির্ভাবে
জগৎ হয় যে আলো।
চারটি দিবস উৎসব শেষে
উমার কৈলাস গমন,
শ্যামা রূপে আসেন আবার
করতে অসুর দমন।
পুরান মতে, শ্রীরামচন্দ্র
ফিরলে অযোধ্যাতে,
পরম আনন্দে অযোধ্যাবাসী
আলোর রোশনাইয়ে মাতে।