দীপান্বিতার হাজার রোশনাই
ঘুচায় সকল কালো,
আলোর পথে চলে সবাই
মঙ্গল দীপ জ্বালো।
ভেদ বৈষম্য হিংসা বিষে
নাশে শান্তি সুখে,
অমানিশার আঁধার গ্রাসে
জীবন ভরে দুখে।
মানবতা বোধ হারিয়ে
মানুষ পাপের কাজে,
পরের ক্ষতি করছে সদা
হয়না কাতর লাজে।
শুভ বুদ্ধি জাগ্রত হোক
দীপান্বিতার রাতে,
শ্যামা মায়ের আশিস ধারা
থাকবে সবার সাথে।
দুষ্টের দমন করতে শ্যামা
আসেন ধরার পরে,
আলোর পথে চললে মানুষ
থাকবে স্বস্তি ভরে।