তোমার সিঁথিতে লাল জবা সিঁদুর-
কপালে ও দেখি সূর্যোদয়ের ভোর,
নিজেকে কি করে ঠিক রাখি তুমি বলো-
সবার সামনে কি করে করবো জোর?
আজকে দেখেছো আকাশের মুখ ভার-
থমথমে মেঘ তোমার মুখের মতো,
ভয় করেছিল বৃষ্টি নামাবে তুমি-
তোমার খোঁপায় বেলিফুল মালা গোড়।
দরকার নেই রোদ টা উঠুক নাই –
বৃষ্টিকে আমি স্বাগত জানাতে চাই,
সারাদিন আজ এ বুকে জড়াতে চাই –
মনে মনে তাই কতো অজুহাত সাজাই।
ভালো লাগে ভালোবাসি তা জানাতে চাই-
থমথমে মুখ দেখলে যে ভয় লাগে,
সারাদিন কতো ছুতোনাতা করে যাই-
সদয় হলে যে দিনটা ভালো যাবে।
মনে মনে ঠিক করেছি ভিজবো আজ-
তুমি নাকি কোথা হারিয়েই যেতে চাও,
সত্যি চলোনা তোমাকে নিয়ে হারাই-
সারাদিন ধরে বৃষ্টি ঝরুক আজ।
একবার হেসে মুখ তুলে ফিরে চাও-
বিমল হাসিতে আকাশটা ভরে যাক,
আর কতোকাল ভয়ে ভয়ে থাকি বলো-
প্রিয়ার হাসি তো দেখলে পূণ্য হয়।
আর কতোকাল রইবো বসে বলো-
হৃদয় দুয়ার খুলেই রেখেছি আমি,
না হয় তুমি নিজেই কাছে এসো-
যত সব বাধা দূরে সরে যাবে জানি।।