নিধুবনে কৃষ্ণ সনে হোলি খেলি চল্
ললিতা বিশাখা সবে,
পিচকারী ছুঁড়ে ছুঁড়ে নানা রঙে শ্যামে
রাঙাবো উল্লাস রবে।
ত্রিভঙ্গ মুরারী সেথা বাঁশি হাতে যেথা
ডাকিছে মধুর সুরে,
কপট চতুর ভারী ভনিতার ফাঁদে
রঙেতে রাঙাবে ছুঁড়ে।
গন্ধ পুষ্পে কুঞ্জে কুঞ্জে অলি এসে গুঞ্জে
প্রেমের মদিরা পানে,
বিকশিত ফুল সবে অনুরাগে মেতে
বারে বারে মধু দানে।
আকাশেতে বাঁকা চাঁদে মায়া আলো ঢেলে
মধুর হাসিতে ঝরে,
যমুনা উতল আজি শ্যামের পরশে
কলতানে সুরে ভরে।
ছাড়বো না আজ সখি রঙে দেবো মাখি
একসাথে শ্যাম অঙ্গে,
ছলেতে ভুলিস যদি অভিমানে আমি
থাকবো না কারো সঙ্গে।
একেলা থাকিবে যবে বর্ণময় করে
সাজাবো তাহারে সুখে,
মোহন হাসিতে কভু ভুলবোনা তবু
হোলিতে রাঙাবো মুখে।