পাঠক রয়েছে বলেই সৃষ্টি , কৃষ্টির উল্লাস
বইয়ের গন্ধ মধুর ছন্দ আনন্দ বারোমাস ।
মাস জুড়ে শুধু রবীন্দ্রনাথ নজরুল বই পড়ি
পড়তে পড়তে দুঃখ ভুলে,সুখকে আঁকড়ে ধরি ।
ধরে থাকি বুকে,নিষ্পাপ মুখে,বর্ণের পরিচয়
উচ্চঃস্বরে খোকা খুকু পড়ে কথামালা বোধোদয় ।
দয়া মায়া ভরা ঈশ্বরে শিখি জীবনের কঠোরতা
মহামানবের জীবন চরিতে আঁকা থাকে মানবতা ।
মানবতা ছাড়া পথ চলে যারা পাঠকের বদনাম
লেখাপড়া জানা অমানুষ চেয়ে মূর্খেরই বেশী দাম ।
দাম দিয়ে কিনি ব্যবসা বাড়াতে অং বং চং লেখা
প্রচার বিমুখ আসল কবির থেকেই কাব্য শেখা ।
শিখে নিই বই পড়তে পড়তে ,বেঁচে নেওয়া কাকে বলে
শিক্ষা বিনে পিছিয়ে সমাজ ঠকে যায় কৌশলে ।
কৌশল হোক আত্মত্যাগের প্রেমময় পদাবলী
তোমার গল্পে পাঠকই হবো আলো ছুঁয়ে পথ চলি ।
চলতে চলতে জ্ঞানের আলোয় আলোকিত দেহ মন
ঘুম ভেঙে উঠে পথ দেখাবেই বিবেকের জাগরণ ।
জাগরণ জুড়ে বিপ্লব আসে নব ঊষা রাঙা ভোর
বিশ্বজুড়ে ন্যায়ের মন্ত্রে সততা খুলবে দোর ।