চোখের জলেতে ধুয়ে যায় তোর স্মৃতি
কতোবার ভাবি মুছে ফেলি স্মৃতি তোর,
কোথায় যে তুই হারালি বন্ধু মোর
তোর কথা ভেবে রাত হয়ে যায় ভোর।
হিসেব করিনি চাওয়া পাওয়া কোনো দিন
দরদাম করা পোষায় না আমার,
ভালোলাগা টুকু তাই তোকেই দিলাম
ভেবে নিস আমি কবে হয়ে গেছি পর।
মাথায় সিঁদুর পরণেতে লাল চেলি
সাতপাকে বেঁধে নিয়েছে বরণ করে,
স্মৃতি গুলো তবু ডুকরে কেঁদে মরে
বলনা কি করে যাই চলে বহুদূর।
জানি খাওয়া দাওয়া করিসনা ভালো করে
চিরদিন তুই একই বাউন্ডুলে,
কতোদিন ভাবি ঘরটা গুছিয়ে আসি
পায়ে বেড়ি পরা সংসারে পড়ে রই।
বিশ্বাস কর আজও আমি আছি তোর
যতই পরের ঘরেতে বন্ধ থাকি,
মন পাখিটা যে ডানা ঝাপটায় বুকে
ডাকলে দেখবি আমি হয়ে গেছি তোর।।