এখন বড়ো একা লাগে নিজেকে!
বুকের কিছু অনুচ্চারিত উচ্চারণ
অপরাজিতার অন্ত মূল অব্দি ছুঁয়ে
আছে!
নদীর জলে পা না ভিজিয়েই হেঁটে
যাচ্ছি মৌন বিষাদ নিয়ে
কেউ কোথাও নেই
আত্মার চিৎকার কে শুনবেl
বড় একা লাগে নিজেকে!
ব্যাপ্তিময় আকাশের খোঁজ নিয়ে
আসো না আরো একবার
নির্ভার করো তোমার অনরঙ্গ আলোতে!
দুর্বার শিশির বিন্দু দিয়ে ধুয়ে দাও
আমার সব অহংকার!
তোমার হাতের মুদ্রায় আছে
পৃথিবীর গোপন সংবাদ
শব্দময় রূপের আদল গড়ে
সিঁড়ি বেয়ে নেমে এসো তুমি
নিষ্পত্র একা এই বৃক্ষের কাছে,
বাউল কণ্ঠে আরো একবার
বলি চিৎকার করে…
আমি আছি, আমি থাকবো