তুমি বলেছিলে পাখি হবে;
ভেসে বেড়াবে আকাশের বুকে মনের আনন্দে !
আচ্ছা, আমি তবে আকাশ হব…!
তাহলে তোমাকে রোজ দেখতে পাবো!
তুমি আমার সীমানার মধ্যে প্রতিদিন উড়ে বেড়াবে,
আর আমি তোমাকে প্রাণ ভরে দেখবো।
ভয় পেয়োনা, তোমাকে কখনো শৃঙ্খলাবদ্ধ করবো না ।
তুমি মুক্ত বিহঙ্গ আর আমি অসীম আকাশ…!
তুমি যতদূর ইচ্ছা যেতে পারো ,
তবু আমাকে ছেড়ে যেতে পারবে না !
যখন তুমি প্রচন্ড ক্লান্তিতে সুখনিদ্রা দেবে….
তখন আমি একটুকরো মেঘ দিয়ে সূর্যটাকে আড়াল করে রাখবো ।
তুমি পাহাড়ের আকর্ষণে ছুটে যাবে হিমালয়ের কোলে,
তুমি নদীকে ভালোবেসে ছুটে বেড়াবে মোহনা পর্যন্ত,
তুমি বনে বনে ঘুরে ঘুরে নাম না জানা গাছেদের মধ্যে হারিয়ে যাবে ,
তবুও আমার থেকে দূরে যেতে পারবে না!
কারণ আমি আকাশ হব যে ….!
শুধু তোমার জন্য আমি আকাশ হব ।
আর তুমি পাখি হয়ে থাকবে আমারই ছায়াতলে
আমি মেঘের আঁচল বিছিয়ে দেব তোমার জন্য ।