আমার শহর কলিকাতা
বিশ্বখ্যাত নাম,
শিক্ষা কৃষ্টি আমোদ প্রমোদ
সব রকমের ধাম।
ব্যস্ত শহর সদাই থাকে
কর্মচঞ্চল হায়,
কুলি মজুর গরিব সুখে
রোজগার করে খায়।
অট্টালিকা পাশেই আছে
গরিব দীনের বাস,
ধনী গরিব মিলেমিশে
রয় গো হেথায় খাস ।
আমার শহর কলিকাতা
বিশ্বখ্যাত নাম,
শিক্ষা কৃষ্টি আমোদ প্রমোদ
সব রকমের ধাম।
ব্যস্ত শহর সদাই থাকে
কর্মচঞ্চল হায়,
কুলি মজুর গরিব সুখে
রোজগার করে খায়।
অট্টালিকা পাশেই আছে
গরিব দীনের বাস,
ধনী গরিব মিলেমিশে
রয় গো হেথায় খাস ।