আমার স্বাধীনতা
এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটা প্রশ্ন আমার মনে জাগছে— আচ্ছা আমরা নারীরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? কি জানি! স্বাধীনতা মানেতো মুক্তি আগড ভাঙ্গা! আমাদের এত বাঁধন কেন? কেন আমরা ইচ্ছে ডানা মেলতে পারিনা?
ওই যে বউ টি রান্না ঘরে স্বামীর জল খাবার তৈরিতে ব্যস্ত তার মনে কিন্তু অনেক দুঃখ সে স্বাধীনতা মানে বোঝে –দুবেলা খাবার রান্না করা থেকে একটু রেহাই একটু হাঁফ ছেড়ে বাঁচা। একটু টিভি দেখা একটু গান শোনা। কিন্তু তা তো হয় না— কারণ সংসারের শেকলে বাঁধা সে! কিন্তু তার মন পরাধীন! ওইযে কিশোরীটি—- জানালার ধারে বসে আকাশে চোখ মেলে দিয়েছে— তার সুদূর পিয়াসী মন বাধা আছে কিছু সামাজিক সংস্কারের বেড়াজালে!তা সু না কুসংস্কার তা জানি না!” তুই না মেয়ে এটা মেয়েদের করতে নেই””— এই কথাগুলো শুনলে জানতে ইচ্ছে করে এগুলো তৈরি করেছে কে? তার কোনো সদুত্তর আমি পাইনি! যখনই এর উত্তর খুজতে গেছি—- পাগল আখ্যা পেয়েছি! কিংবা–“” সুখে থাকতে ভুতে কিলায় কেন””— এইসব শুনতে হয়েছে! তাই আমার স্বাধীনতা বলতে আমি বুঝি— নিজের ইচ্ছেয় চলা, কিছু করা( যা তার ভালো লাগে)কিংবা প্রচলিত সংস্কার গুলি কে না মেনে নিজের–“” মেয়ের তকমা””টা ঝেড়ে ফেলে দিয়ে–“” মানুষের তকমা””টা লাগাতে! স্বাধীনতার এতগুলো বছরপরেও যদি অর্ধেক আকাশ মেঘাচ্ছন্ন থাকে কুসংস্কারের বেড়াজালে তবে কি করে সার্থক হবে-“” স্বাধীনতা” র মানে?
তাই আজ আমাদের প্রার্থনা হোক—
“আর কিছু না চাই যেন আকাশ খানা পাই
আর হারিয়ে যাওয়ার মাঠ—-“!