পাখি সব করে রব
চুপ কথা দেয় ব্যথা,
অলস দুপুর চেঁচায় কুকুর
নির্জন যেথা ভূতেরা সেথা।
একটা কাক করছে হাঁক
পাড়া জুড়ে বেড়ায় উড়ে,
খবর পেলো বেলা গেলো
খামে মুড়ে চিঠি ঘুরে।
কান্নায় ভেসে পড়শি শেষে
বাতাস বয়ে দুঃখ সয়ে,
নতুন রবি দেখায় ছবি
দীর্ণ ক্ষয়ে ওঠে জয়ে।
শোনরে কান বাজছে গান
কদম চলে ছন্দ তলে,
নিশান দোলে মন ভোলে
আসছে দলে পদক গলে।
আমার যিশু পাড়ার বিশু
কাটায় দিন বাজায় বিন,
সকল তরে দুহাত ভরে
বেশে দীন আসলে জিন।