আমার কবিতার প্রকাশক এবং প্রচারক আমি নিজেই ।
এরা একদিন খ্যাতি পাবে সেই আশাতেই ।
শুভাকাঙ্খী কিছু কখনও কখনও প্রশংসা করেন ।
কখনও কখনও সভা- অনুষ্ঠানে বুকে জড়িয়ে ধরেন ,
আমারই মতো অখ্যাত কবিদল ।
না পাওয়ার মাঝে এটুকুই সম্বল ।
আমার প্রচারে, আমার ঢাক, নিজেই আমি পেটাই ।
মনে যা আসে, সব লিখে যাই, কবিতা বলি সেটাই ।
অর্থ দিয়ে স্মারক কিনে, মাঝেমধ্যে সাধটা আমার মেটাই ।
পাঠকমহল আমায় কবির আখ্যা না দেয় দিক ।
আমি কিন্তু বলে বেড়াই, আমি সাহিত্যিক ।
না, কেউ আমায় করেনি সাধাসাধি ।
নিজেই গ্রহণ করেছি আমি কবি উপাধি ।
লোকে যা বলে বলুক ,
দিনের শেষে সূর্য ঢলে ঢলুক ,
অক্লান্ত কলম আমার দিবারাত্র চলুক ।
এখন আমি হয়তো একশোতে দশ ।
এই কলমই একদিন এনে দেবে, আমার নাম-যশ ।