বাংলা আমার জন্মভূমি বাংলা মায়ের ভাষা,
এই ভাষাতেই কথা বলা দুঃখে কাদা হাসা।
বাংলা ভাষার মাঝে আছে মধুর রসের ধারা,
মা’ ডাকে যে বড়োই খাসা হৃদয় জুড়ে সাড়া।
লাখো প্রাণের আত্মদানে পেলাম যে এই ভাষা,
বাংলা মায়ের কোল সেরা ধন পুরায় সবার আশা।
দেশের মাটি শীতলপাটি মনটা ভরে রাখে,
মায়ের মত আঁচল তলে স্নেহের ছোঁয়া মাখে।
দেশকে আমার শত্রুমুক্ত করতে শহিদ যাঁরা,
প্রাণে প্রাণে সঞ্জীবিত চির অমর তাঁরা।
বঙ্গমাতার সোনার ছেলে বুলেট বুকে নিয়ে,
অকাতরে রক্ত ঢেলে ভাষা গেলো দিয়ে।
স্বাধীনতার স্বাদটা পেলাম শুধুই তাঁদের জন্য,
বাংলার ভূমি বাংলা ভাষা পেয়ে হলাম ধন্য।
দেশের জন্য ভাষার জন্য জীবন ত্যাগের শিক্ষা,
শহিদ গাঁথা থেকেই আমরা নিলাম তবে দীক্ষা।
ঐক্যবদ্ধ হলাম সবাই মিলেমিশে থাকার,
সুখে দুঃখে হাতে হাতটি পাশাপাশি সবার।
বাংলা আমার গর্বের দেশ যে বাংলা আমার প্রাণ,
অস্থিমজ্জায় মিশে আছে সোঁদা মাটির ঘ্রাণ।