আজকের এই সময় বড় অদ্ভুত
কেউ আধ পেটে খেয়ে,কেউ
কঙ্কর ময় মোটা চাল,কেউ বিস্বাদ
কেউ লবনাক্ত আবার কেউবা
পাঁচতারা হোটেলর সুস্বাদু খাবারের
চুয়া ঢেকুরে জীবন যাপন!
ভয় হয় এই আসামঞ্জস্য দেখে –
এমন চলতে চলতে বড় রাস্তা
সরু রাস্তা এগোলি ওগলি হয়ে
রাসাতলের দিকেই যাচ্ছে!
সেখান থেকে বের হবার রাস্তাও
নেই কোথাও!
বুঝি অমি সব কিন্তু ক্ষনিকের
আনন্দ তো আছে – অমিও সুযোগ
বুঝে তাই পোশাক পাল্টাচ্ছি…
আজ এই রং তো কাল অন্য রং
আজ রাজা তো কাল নির্ভেজাল ভিখিরি!
আজ ভোটার তো কাল মন্ত্রী –
অতি আধুনিকার লিপস্টিকের হাসিতে
নেলপালিশ লাগানো দুটি নখ দিয়ে
অতি সাবধানে খাবার খাবার মত
খাচ্ছি আর খাওয়াছি সবাইকে
অতি আধুনিক আমরা তাই পাল্টেছি
নিজেদের কে আধুনিকতার ছাপে
নিজেদের বাবা বা মাকে বৃদ্ধাশ্রমে
পাঠিয়ে ছোটো দুই কামরার ঘরে
শ্রীমতি কে নিয়েই ফুর্তি করি
সারারাত হুল্লোরে…..