আজ যখন সূর্য অস্তাচলে দিগন্ত পুরোহিত
সিঁদুর পড়াচ্ছে আকাশের গায়ে এ সন্ধ্যায়-
সমস্ত বাধা নিষেধের বেরা টপকে,
রাগ অভিমানসব উপেক্ষা করে তোমার সামনে এসে দাঁড়ালাম!
তোমার চেনা জানা, আমাকে যদি না
চিনতে পারো -আমার কথা বলা,চোখের চাহুনি,বোকা বোকা হাসি,
যদি অচেনা মনে হয় তোমার,তবে স্পর্শে আমাকে চিনতে পারো তুমি –
আসবে কি আমার কাছে, আঁকড়ে ধরবে কি!এইভাবেই আরো একবার চেষ্টা করি বাঁচার!
এ কেমন প্রেম হলো বলতো-
কাউকে ভালোবাসতে গেলে, কেন এত কষ্ট, এতো একাকিত্ব এত আলোড়নে,
কেন উথাল পাতাল হৃদয়ের সব অনুভূতির?জানি কিছু কথা বুঝে নিতে হয় যা থাকে
মনের গহীনে, বোঝা যায় অনেক কথাই
যা অনুচ্চারিত!
কিছু যন্ত্রনা থাকে যা দেখা যায় না
বুঝে নিতে হয়!
আজ অন্ধকার না চাঁদের আলোতে রাত
জানা নেই !
শুধু জানি মনে বসন্ত, জানি আমার ভালোবাসাকে!
আমি তোমার সামনা সামনি দাঁড়িয়ে আজ দেখছি দুই চোখ ভোরে শুধু তোমাকেই দেখছি!
তোমাকে আনন্দের মত করে,আমার অবাধ্যতার মত করে, ইচ্ছের মত করেআমার স্পর্ধার মত করে, দুঃখের মত করে
আর আমার ভালোবাসার মত করে…
শুধু তোমাকেই দেখছি!
কিন্তু আমি তো আজ এই কুয়াশা মাখা সন্ধ্যায়,আমার আমিকে দেখাতে এসেছিলাম…