একলা আকাশ একাই কাঁদে
একলা আকাশ তোমার ছাদে
আমি তুমি এক হলেই
সে নতুন গান বাঁধে
ফুল ফুটে যায় পাহাড় গায়ে
মরু তে ঝর্ণা জাগে
ভেঙে পড়ার গল্প ভুলে
বাঁচতে ভালো লাগে
একটা চাঁদ ছবি আঁকে
অন্য কেবলই মুছে
মন শুধু সুখ বলে ডাকে
হারানো পথের বাঁকে
হাত বাড়িয়ে হারাতে দিই
যা যাবি যা চলে
কিছুই না বলে
আসার হলে আসিস ফিরে
মুখোশ গন্ধ ভুলে
স্মৃতি সাধ যদি মিঠা লাগে
বাসিস আবার ভালো
আকাশ জুড়ে দেখবি সেদিন
হাসবে আলোয় আলো