প্রতিদিন আসে শত শত মৃত্যুর খবর!
কাল যারা ছিল, আজ সে মানুষগুলো
লাশ হয়ে মর্গে আছে পড়ে!
তবুও ভাবিনে কখনো, আজ না হয় কাল,
আমাকে ও চলে যেতে হবে!
আজ যে বৃক্ষরা মাথা তুলে আন্দোলিত
দখিনা হাওয়ায়,
ভাবে না কখনো তারা আগামীতে
“ইয়াস”-এর তাণ্ডবে ভূপাতিত হবে!
বৃক্ষেরা ভাবে না যেমন, মর্মান্তিক সে
দিনের কথা, ভাবিনে আমিও!
দিব্যি, ডালপালা বিস্তার করে ঘর-সংসার সাজিয়ে বসে আছি!
দেনা-পাওনা,লাভ-লোকসানের হিসেব
কষে কষে দিনগত পাপ ক্ষয়,
কখনো ভাবিনে বিপন্ন মানুষের পাশে
দাঁড়ানোর কথা!
বিচিত্র সংসারে দেখি রঙে রঙে, বর্ণে বর্ণে দলাদলি, মারামারি, প্রতিহিংসার আস্ফালন!
ভাবে না কখনো তারা, কেন এ মিছে বিভেদ-বিদ্বেষ!
কাল যখন কালান্তক ব্যাধি এসে নিয়ে
যাবে না ফেরার দেশে,
শববাহী গাড়িতে তুলে লাশগুলো দাহ করবে একই চিতায়, জ্বলন্ত চিতার আগুনে
সব বর্ণ,সব রঙ মিলে মিশে একাকার,
জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।
তবুও ভাবিনে কখনো,আমাকেও
চলে যেতে হবে!