ফাগুন বায়ে খুশির নায়ে
পরাণ দুলে ওঠে,
আয় না তুলি মিলি জুলি
রং খেলতে যাই ছুটে।
আবির গুলে পিচকারীতে
মারবো সবায় ছুঁড়ে,
ধরতে এলেই পালাবো রে
নাগাল থেকে দূরে।
লাল নীল সবুজ গোলাপী সব
আবির আছে রাখা,
সাজবো সবাই হরেক রঙে
মেলে খুশির পাখা।
দাদু দিদা গুরুজনের
পায়ে আবির দিয়ে,
প্রণাম করে নেবো আশিষ
ভরবে তাতে হিয়ে