বাসন্তিকার আবির ছোঁয়া ইচ্ছেগুলো
পলাশ রাগে উড়ছে নভে যেন তুলো,
দখিনা বায় খুশিতে তায় দিশাহারা
রঙের স্নিগ্ধ পরশ পেতে পাগল পারা।
মন উচাটন ইচ্ছেগুলো সকাল সাঁঝে
চায় যে সদা তোমায় কাছে হৃদয় মাঝে,
নীল দিগন্তে খুঁজে তোমায় রঙের ধারায়
ফাগুন ফাগের সঙ্গে রঙিন আবেশ ছড়ায়।
শাল পিয়ালের গাছের আড়ে কোকিল ডাকে
সুরের তালে মনকে মোহিত করে রাখে,
স্মৃতির পটে কেবল তোমার ছবি ভাসে
ভালোবাসার গোলাপ ফোটে হৃদে রাশে।
ইচ্ছেগুলো বন পলাশীর পথে পথে
লজ্জা রাঙা শিমুল সোহাগ ভরা রথে,
মহুয়ার ঘ্রাণ অঙ্গে মেখে ধায় যে দূরে
বসন্তের ঐ রঙিন নেশার মাদল সুরে।
তুমি আছো সদাই সনে জানি মনে
বৌ কথা কও ডাকে শুনি ক্ষণে ক্ষণে,
অশোক পলাশ শিমুল সাথে ইচ্ছেগুলো
ফাগের নেশায় মাতাল হয়ে উড়ায় ধুলো।