তোমার সঙ্গে আমার যখন দেখা হবে সেদিন অন্ধকারের একবিন্দু আলোয় নতুন সূর্যের জন্ম নেবে। দুধে আলতা আলোর ভোর নেমে আসবে।
মিষ্টি সকালের নরম আলো ছড়িয়ে পড়তেই ফুলেরা উঠবে হেসে। পাখিরা গাইবে গান।
যে সূর্যমুখী ফুলটা নীরবে নীল হয়ে ঝরিয়ে ফেলছিল তার পাপড়ি দল, সবুজ পাতা, সে আজ দীপ্তময় সূর্যের আলোতে পরিনীতা হয়ে উঠবে।
আবার যেদিন তোমার সাথে দেখা হবে সেদিন আমার বুকে প্রবল বর্ষন হবে। তোমার ভিজে দুচোখের পাতায় না বলা কথারা বৃষ্টির শব্দে মুখরিত হবে। বারিধারায় ভিজে যাবে মনের যতো মলিনতা।
দূরে থেকেও ছুঁয়ে ছুঁয়ে থাকার বন্ধুত্বের আলিঙ্গনে আকাশে মেঘের শরীরের রামধনু রঙ সেজে উঠবে।
নীল আকাশের নীচে সবুজ গালিচায় ফিঙে দোয়েল খুনসুটি করবে, গা এলিয়ে শিষ দিয়ে সুর তুলে বলবে ভালোবাসি ভালোবাসি।
তুমি অবাক দৃষ্টি মেলে আমার চোখে চোখ রাখবে পড়ে,নেবে আমার না বলা ভাষার, কথা।
হৃদয়গ্রাফি লিপি তে ঝরতে থাকা হলুদ পাতায় আঁচড় কেটে লেখা হয়েছিল যে কথা।