সব ছেড়ে আমি ভবঘুরে , বহু দূরে-
চলে যেতে চাই,
কবিতার পোশাক পরে,গদ্য ও পদ্য ধরে
সান্ত্বনা খুঁজে পাই।
মাথা খুঁড়ি , ঝুড়ি,ঝুড়ি নগ্নতার মাঝে,
সুখ আজ বরবাদ,
কি জ্বালা, জীবন ঝালাপালা সকাল ,সাঁঝে
জীবন বোধই বিস্বাদ।
এত গোলাপ ফুলে,নিমজ্জিত হুলে ,ফোটে –
মন অঙ্গনময়,
মরমীর আঙিনায়,বসি বিছানায়, রাঙা ঠোঁটে –
চতুর্দিকে নয় কে হয়।
সোচ্চার যে,সেই বেশি ভজে, উল্টো পুরান
বড় গভীরে প্রতিথ,
যশের ভাগ্য ,লোভে আবদ্ধ পাপমেখে গড়ান
ইতিহাসে হবে উদ্ধৃত ।
অশ্রুনীড়ে ,ভাঙ্গনের তীরে ঘরকন্যা
কি অমেয় পরিতাপ,
ওই আলেয়া, সব ভুলাইয়া মায়াময় অনন্যা
কার কর্মের অভিশাপ?