আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে ।।
কীর্তিকর্মার কীর্তি অথায়
যে যা ভাবে তাই দেখতে পায়
গরল বলে কারে দোষাই
ঠিক পড়ে না ঠিকে ।।
মনের গড়ল যাবে যখন
সুধাময় সর দেখবি তখন
পরশিলে এড়াবি শমন
নইলে পড়বি বিপাকে ।।
রামদাস মুচির মন সরলে
চামড়ার কেটই গঙ্গা মেলে
সিরাজ সাঁই লালনকে বলে
তাই কি ঘটবে তোকে ।।