হ্যালো….
আপনার আলুটা ঠিক আছে তো ?
আমার আলুটা ঠিক নেই
এই মাত্র ফেলে দিলাম
এক্কেবারে পচে গ্যাছে
গন্ধে থাকা যাচ্ছে না।
তাই বলছি, আপনার আলুটা ঠিক আছে তো ?
হ্যালো…..হ্যালো….হ্যালো…….
এই আলু নিয়ে কত কি হয়ে গ্যালো
মান ইজ্জত সব গ্যালো
টাকা পয়সা সব গ্যালো
আসন গ্যালো; সিংহাসন গ্যালো;ভাষণ গ্যালো
হাতে শুধু ফুটো পয়সাটা রইলো
তাই বলছি, আপনার আলুটা ঠিক আছে তো ?
হ্যালো……. হ্যালো…….হ্যালো………
এই যে ভাই আলুয়ালা……..
অপনার আলুটা ঠিক আছে তো ?
এই আলুর চক্করে পরে আমার বউ গ্যালো,মৌ গ্যালো
আপন মানুষগুলো ফানুশ হলো
পাগলগুলো ছাগল হলো;
ছাগলগুলো পথ হারালো;
আলুর চক্করে পরে জাতগুলো বেজাত হলো
বেজাতগুলো মঞ্চে উঠে দাপিয়ে বেড়ালো
তাইতো একই কথা করছি ঘ্যাণ ঘ্যাণ
নিজের আলুটাকে নিজেই বাঁচান
হ্যালো…………
এইযে ভাই আপনাকেই বলছি;
“আপনার আলুটা ঠিক আছে তো”?
আমার আলুটা শুধু পচে গ্যাছে তা নয়;গ্যাছে ঘেঁটে
একটু ভালো থাকলে খাওয়া যেত চেটে
কি আর বলি ভাই; কপালে যে আলু নাই
তাই দুর্ভোগের মধ্যেই আলুহীন দিন কাটাই
আলু ছাড়া জীবন যেন ঘরছাড়া;মন হয় মনমরা
কি আর যাবে করা ….!
তাইতো বলছি এইতো….আছি…এইতো…
হ্যাঁ আপনাকেই বলছি…..সব কিছু ঠিক আছে তো?
বলছি আপনার আলুটা ঠিক আছে তো ?