রোদের আলো ঝরায় সোনা
পাকা ধানের পরে,
সুখের ঢেউ চাষির বুকে
আশার ফুলে ভরে।
মন ময়ুরী চাষি ঝিয়ারী
ঢেঁকিতে ধান কুটে,
নোলক নাকে গীতের ফাঁকে
ঠোঁটেতে হাসি লুটে।
সর্ষে ফুলে হলুদ মাঠ
কি অপরূপ লাগে,
আঁচল মেলে অবনী খেলে
মনে আবেশ জাগে।
গাঁয়ের ছেলে মেয়ের দলে
আল পথটি ধরে,
পাতায় গেঁথে টুকরো কাঠি
ছুটছে মজা করে।
পল্লীবালা বাঁধছে চুলে
সর্ষে ফুলে মালা,
কেউবা কানে ঝুমকো পরে
খুশিতে মন আলা।
ফুলের ঘ্রাণে মাতাল প্রাণে
অলির দলে আসে,
আনন্দ যে ছোঁয়ায় মনে
কবির মনে রাশে।