বাতাসের কাঁধে শান্তি চেপেছে জেনে
পাখিদের ঠোঁট বসন্তে ভরপুর ,
পর্বতমালা মেঘেদের দাবি মেনে
বৃষ্টির হাতে বিষাদের ভাঙচুর ।
ক্রেয়নের কানে কবিতারা ভেসে আসে
চে’র ফুল ফোটে ক্ষমতার অন্তরে ,
ক্লাইভের লোভ মুছে যায় মুথা ঘাসে
যুদ্ধ পিপাসা পারাবত বন্দরে ।
পৃথিবীর ভীড়ে রজনীগন্ধা ঘ্রাণ
শেষ সঙ্গমে মোহনাও সম্মত ,
পথে পথে নাচে আকাশের কলতান
আনন্দ এলে সবকিছু সঙ্গত ।