অহংকার করে কি পেলে?
আত্মসুখ বাসনায় কতোটা সুখী হলে?
মায়ামৃগতে মুগ্ধ হয়ে ধরতে গেলে,
মায়ামৃগ সোনার হরিণ ছিল কি?
যৌবনের নিয়মে জীবনে প্রেম এসেছিল,
ধরে রাখতে পারলে না।
আসা – যাওয়া ধুমকেতুর মতো,
ঘর – বর – সংসার সবই হয়তো হল,
সুখী গৃহকোণ হল কি?
অতীতের ভুলকে মান্যতা দিতে চাইছো,
আজ আফসোস হচ্ছে বুঝি খুব?
অতীতের আশ্রয় চাইছো,
সে কি আর ফিরে আসবে?
ছিন্নবীণায় মধুর সুর ওঠে না,
নতুন তারও নেই অবশিষ্ট।
এখন শুধুই চর্বিতচর্বন,
একটি একটি করে দিনযাপন।।