আজ বসন্ত,
মনের বাগানে সারি সারি গোলাপ,
ইচ্ছে রঙে রাঙানোর অবসরে
কানে বেজে চলে জলতরঙ্গ সুর।
কাঁচা হলুদ রং নাই বা হলো,
গোমড়া মেঘের নিখুঁত অভিমানে,
টুপটাপ ঝরে যাওয়া বিন্দু বিন্দুতে
খুঁজে ফিরি ভালোবাসার দিনে যাবতীয় ভালোলাগা,
তোমাকে পাবার ব্যাকুল বাসনা
উদাস করে তোলে এ প্রহর….
আবির রাঙা তোমার মুখে
দেখি বসন্তের পরিপূর্ণতা,
কালো চোখের গভীর ইশারায়
শুধু ডুবে যাওয়া স্বপ্নিল সকালে…