মুকুটে শোভিত রাজন শির,
সভা মাঝে বসে আছেন স্থির।
সহাস্যেতে রাজা কথার ছলে,
জানায় অন্যায় দমাবে বলে।
শক্তির দাপটে রাখবে সোজা,
দেশদ্রোহী জেনো রাজ্যের বোঝা।
তরবারি শানে সৈন্যরা সব,
ত্রাসে প্রজা রয় হয়ে নীরব।
বিলাস ব্যসনে মত্ত প্রবণ,
অমরী কিন্নরী রাজে সদন।
প্রজাগণ প্রতি নির্মম চালে,
চালায় শাসন নিজ খেয়ালে।
বসে সিংহাসনে দাম্ভিক মনে,
করে অনাচার প্রজার সনে।
আজ কত রাজা এমতে চলে,
স্বার্থভাব সদা মনন তলে।
গরিব প্রজাকে শোষণ করে,
নিজের আখের গুছায় ভরে।
পাপ বোধ নেই অন্যায় কাজে,
সদর্পেতে চলে জনতা মাঝে।