আষাঢ়ের ঘনঘটা দিকে দিকে ছায়
সচকিত দামিনীর মেঘে করে খেলা
জগন্নাথ মহাপ্রভু পথে করে বেলা
সহস্র মানুষ জনে ভেজে পথে হায়।
প্রণাম ঠাকুর মোর মুখ তুলে চায়।
দুখী জনে করো দয়া করো নাকো হেলা
তোমা নামে দিন কাটে বহু লোকে মেলা
সংকীর্তনে হরি বোলে বেলা. বয়ে যায়।
ঘরে চলো ত্বরা করে যেতে হবে দূর
বিভোর ঠাকুর নামে জপে তপে ধরা
বারিশ ধারায় ভিজে প্রভু ভক্ত সবে
সোনাবেশে হরি দেখা মুগ্ধ প্রেমে চূড়
কথা নাহি সরে মুখে প্রেম রসে ভরা
কালোরূপে মনোহর রয়েছে নীরবে।